সত্যের খোঁজে আমরা
যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। “
ইসির উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নুরুলহক নুর।
নির্বাচনের প্রহসনের তফসিল বাতিল নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা ৭ম দফা কর্মসূচির ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে পল্টন এলাকায় আজকের বিক্ষোভ মিছিল ও অবরোধ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর বলেন,
” ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রাজাকার ,আলবদরদের মতো গ্রামে,পাড়া-মহল্লায় আওয়ামীলীগের নেতারা পুলিশ দিয়ে বিএনপি,গণঅধিকারসহ বিরোধীদের গ্রেফতার করাচ্ছে। বাবাকে না পেয়ে সন্তানকে, বড় ভাইকে না পেয়ে ভাইকে তুলে নিয়ে যাচ্ছে। এক অমানবিক পরিস্থিতি তৈরি করছে। ২৮ অক্টোবরের পর বিরোধী দলসমূহের প্রায় ২০ হাজার নেতা-কর্মীদের গ্রেফতার করছে। পাতানো নির্বাচনের মাধ্যমে পাশের দেশের তাবেদারী সরকার গঠনের চেষ্টা চলছে, দেশের জনগণ তা মেনে নিবে না। জনগণকে বলবো আপনারা রাস্তায় নামুন। আমাদের আন্দোলন চলছে ,দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। আমরা বেঁচে থাকতে বাংলাদেশকে কোন দেশের অঙ্গরাজ্যে পরিণত হতে দেবো না। এই নির্বাচনটা শুধু ভোটের বিষয় না। এটা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব,অস্তিত্ব রক্ষার আন্দোলন। আমাদের পিছু হঠার সুযোগ নাই।
সিইসির উদ্দেশ্যে বলবো একতরফা প্রহসনের নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করুন। অন্যথায় জনগণ আপনাদের যেখানে পাবে সেখানে প্রতিহত করবে।