একদা হযরত আকদ’ছ (কঃ)  ক্বেবলার প্রথমা

একদা হযরত আকদ’ছ (কঃ) ক্বেবলার প্রথমা

স্ত্রীর কনিষ্ট ভ্রাতা শাহসূফী আব্দুল মজিদ আজীমনগরী হযরতের (কঃ) খেদমতে হাজির হইয়া হযরত বাবাজান কেবলার শানে বাক্যালাপ করিলে হযরত আকদ’ছ তাহাকে বলিলেন “ভাই সাহেব! তিনি(বাবাভাণ্ডারী) সাহেবে জালাল , ইয়ামেন দেশের অধিবাসী।তাঁহাকে সম্মান করিও। তোমাদের এবতেদা(শুরু) এবং এন্তেহা(পরিসমাপ্তি) তাঁহার হাতে ন্যস্ত”

বোয়ালখালী থানার অন্তর্গত চরন্দ্বীপ নিবাসী মাওলানা
অছিয়র রহমান (রাঃ) বহু বৎসর যাবৎ হযরত
আকদস কেবলার খেদমতে ছিলেন।অবশেষে
হযরত আকদ’স তাহাকে বলেন।

“তোমার নিয়ামত (আধ্যাত্মিক পূর্নতালাভ) পীরানে
পীর সাহেবের(বাবাভাণ্ডারীর) হাতে রহিয়াছে।
তুমি তাহার খেদমতে যাও”

তিনি এই এই বাক্যোর মর্ম্ম বুঝিতে না পারিয়া হযরত
মাওলানা শাহসূফী সৈয়দ মোহাম্মদ হাশেম আল হাসানী ছাহেবকে জিজ্ঞাস করিলে তিনি বলেন,হযরত আকদ’স (ক:) হযরত বাবাজান কেবলার চৌগাহে পীরানে পীর সাহেবের “হরীরি আবা” বলিয়াছেন। অথএব বোধ হয় আপনার পূর্নতা হযরত গাউসুল আজম বাবাভাণ্ডারীর হাতে হইবে। আপনি তাহার খেদমতে যান”

তথ্যসূত্র রেফারেন্সঃ
১/কারামতে গাউসুল আজম বাবাভাণ্ডারী ২৫পৃষ্ঠা।
২/বাবাজান কেবলা কাবার জীবন চরিত ৪৮পৃষ্ঠা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *