একলোক ট্রেন থেকে নামলো,আরেক ট্রেনে উঠবে ২০মিনিট পর।এর মাঝখানে সে ওয়েটিং রুমে

একলোক ট্রেন থেকে নামলো,আরেক ট্রেনে উঠবে ২০মিনিট পর।এর মাঝখানে সে ওয়েটিং রুমে

ওয়েটিং রুমে ঢুকে তার চোখ পড়ল রুমের লাইট টি নষ্ট। তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা,তাই একটি ঝাড়ু কিনলো তখন সে রুম ঝাড়ু দিলো। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আরাম দায়ক নয়, তাই সে একটি আরাম দায়ক চেয়ার কিনলো।এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো।
এখন সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং তার আরাম দায়ক চেয়ারে বসতে যাচ্ছে এই মূহুর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে উঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্য স্থানে চলে গেল…….

আপনি ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই।
কিন্ত আপনি কি জানেন এই লোকটি কে?

এই লোক টি আর কেউ নয়
আপনি – আমি!!!

অবাক হলে ও এটাই সত্য আমরাও দুনিয়াতে এসেছি সামান্য সময়ের জন্য।

১ম ট্রেন আমাদের জন্ম….
২য় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য (জান্নাত অথবা জাহান্নাম)।

আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম।।
যেখানে আমরা মাত্র কয়েকটা মিনিট থাকবো।

অথচ এই দুনিয়ার জীবনকেই এমন ভাবে সাজাচ্ছি।

যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে।

আমরা এই ওয়েটিং রুমটি সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারবো!

আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মোহ কাটিয়ে আখিরাতের খোরাক যোগাড় করার তৌফিক দান করুন।
।। আমিন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *