সাংবাদিক শাহানাজ শানু গুরুতর অসুস্থ্য

সাংবাদিক শাহানাজ শানু গুরুতর অসুস্থ্য


অপরাধ সূত্র” পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাতীয় পার্টি ( এরশাদ) এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, “শাহানাজ শানু” বর্তমানে গুরুতর অসুস্থ্য অবস্থায় আছে। সে যাএাবাড়ীর শহীদ ফারুক সড়কের ” সুপ্রিম মেডিকেল সার্ভিসেস হাসপাতালে চিকিৎসাধীন আছে। দীর্ঘ দিন যাবত সে শ্বাসকষ্টে ভুগছে। সদালাপী, হাসি খুশী ও সুন্দর মনের মানুষ সে।
আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাকে যেনো দ্রুত সুস্থ্যতা দান করেন, আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *