এই বাসটি কিশোরগঞ্জ যাচ্ছিল, দুই পাশে সবুজ ধান ক্ষেত মাঝখানে পিচঢালা মহাসড়ক, বাস ভর্তি প্যাসেঞ্জার , খুব সুন্দর পরিবেশে গাড়ীটি চলতেছিলো।
হঠাৎ গাড়ীটি রাস্তা ছেড়ে পাশের ধান ক্ষেতের মধ্য দিয়ে চলতে লাগলো…প্যাসেঞ্জার সব ভয় পেয়ে গেল এবং ড্রাইভার কে বলতে লাগলো…কী হল ভাই। আপনি রাস্তা ছেড়ে ধান ক্ষেত দিয়ে গাড়ী চালাচ্ছেন কেন ? তখন ড্রাইভার বললেন,রাস্তার উপর একটা ছাগল ছিল, ড্রাইভারের কথা শুনে সবাই অবাক হয়ে বলল,এতো গুলো মানুষের চাইতে ছাগলটা আপনার কাছে বড় হল ? ছাগলটাকে মেরে ফেললে কী হতো ?
ড্রাইভার তখন বললেন,আমি জানতাম আপনারা এই কথাই বলবেন,আমি যখনি ছাগলটার একদম কাছে চলে আসি এমনি সে ধান ক্ষেতের দিকে দিল দৌড় কি আর করা আমি ও ছাগলটা কে মারার জন্য ছাগলের পেছনে পেছনে ছুটতে লাগলাম ।