এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন

এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষ্যে
পুরো ক্যাম্পাস জুড়ে গ্র্যাজুয়েটদের পদাচারণায় মুখরিত হয়ে ওঠে।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ১৬শ  গ্র্যাজুয়েট নিবন্ধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এসময় বাংলাদেশ অ্যাক্রিডিটেশান কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ
উদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশনের সদস্য  অধ্যাপক ড.
বিশ্বজিৎ চন্দ্র, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ আলী, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অর্ধশতাধিক শিক্ষার্থীকে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ও ডা. এম এম আমজাদ হোসেন স্বর্ণপদক ও সনদ পত্র তুলে দেওয়া হয়। পরে
এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী সহ দেশের বিখ্যাত শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *