নির্বাচনের মাধ্যমে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমেই মনোনিবেশ করেছি নদীভাঙ্গা মানুষের নদীভাঙ্গনের হাত থেকে রক্ষা করার। মেঘনার কড়াল স্রোতে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া মানুষগণই শুধু অনুধাবন করতে পারে তাদের অনুভূতি। আজ মেঘনার পাড়ের মানুষগুলো খুব খুশি। এখন পূর্বের মতো উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে থাকতে হয় না। হাজার কোটি টাকার বরাদ্দ এনে আমি নদীপাড়ের মানুষদের নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করেছি। মহান আল্লাহপাকের অশেষ কৃপায় আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষ আজ শান্তিতে বসবাস করতে পারছে।