এপ্রিল ২০: গত ১৯ই এপ্রিল সকাল ৮টায়,

এপ্রিল ২০: গত ১৯ই এপ্রিল সকাল ৮টায়,

একটি তিমির চীনের নিংবো শিয়াংশান শিপু শিল্প পার্কের বাইরে জলে আটকা পড়ে। এ খবর পাওয়ার পর স্থানীয় জেলে ও উদ্ধারকারীরা তিমিটিকে উদ্ধারের আয়োজন করে।
তিমি দীর্ঘ সময় ধরে আটকা থাকলে এর জীবন বিপন্ন হতে পারে। আবার ২০ মিটার লম্বা তিমিকে ভাটার কারণে উদ্ধার করাও খুব কঠিন। এসময় উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীরা তিমির গায়ে অনবরত পানি ছিটাতে থাকেন।

আটকে পড়ার ২০ ঘন্টা পর আজ (বুধবার) ভোর সাড়ে ৫টার দিকে একটি মাছ-ধরা নৌযানের সাহায্যে তিমিটিকে সমুদ্র-এলাকায় ছেড়ে দেওয়া সম্ভব হয়। উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীদের কঠোর পরিশ্রমের ফলে তিমিটি রক্ষা পায়। (ইয়াং/আলিম/হাইমান)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *