এবার বড়শিতে ধরা পড়লো ২০০ কেজি ওজনের মাছ!  বড়শি বা ছিপ দিয়ে কত বড়

এবার বড়শিতে ধরা পড়লো ২০০ কেজি ওজনের মাছ! বড়শি বা ছিপ দিয়ে কত বড়

মাছ ধরা যেতে পারে? দুই কিংবা পাঁচ কেজি ওজনের মাছ ধরা যেতেই পারে। তাই বলে ২০০ কেজি ওজনের মাছ কি বড়শি দিয়ে ধরা সম্ভব! এমনই একটি ২০০ কেজি ওজনের অ্যারাপাইমা মাছ ধরা পড়লো ছিপে।

পৃথিবীর দৈত্য আকৃতির মাছগুলির মধ্যে অন্যতম অ্যারাপাইমা, যা শুধুমাত্র অ্যামাজনের পানিতেই পাওয়া যায়। রূপালীর ওপর শেওলা রঙের আঁশ। কিছুটা ভেটকি মাছের মত, মুখটা চ্যাপটা। সেই মাছই ধরা পড়ল ছিপে। তবে একার পক্ষে ওই মাছটিকে কিনারে তোলা সম্ভব হচ্ছিল না। পরে আরেকজনের সহায়তায় সেটা সম্ভব হয়। এমনকি ছিপ দিয়ে মাছটি টেনে আনার সময়, মাছটিকে টেনে তুলতেই পারছিলেন না তিনি। মাছকে কাবু করতে পাড়ের দিকে টেনে নিয়ে যেতে হয় নৌকা। তারপর আস্তে আস্তে ছিপের হুইল ঘুরিয়ে ঘুরিয়ে মাছটিকে পাড়ে নিয়ে আসেন। কোলে তুলে নেয়ার পর আবার অ্যারাপাইমাটিকে আমাজনেই ছেড়ে দেন শিকারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *