এযেন সিনেমার গল্প কেউ হার মানিয়েছে,ভাসুরের মৃত্যুর শোকে ছোট ভাইয়ের স্ত্রীর মৃত্যু!

এযেন সিনেমার গল্প কেউ হার মানিয়েছে,ভাসুরের মৃত্যুর শোকে ছোট ভাইয়ের স্ত্রীর মৃত্যু!

এ যেন সিনেমার গল্প কেউ হার মানিয়েছে ভাসুরের মৃত্যুতে ছোট ভাইয়ের স্ত্রীর মৃত্যু শোকস্তব্ধ গোটা গ্রাম। এমনটাই ঘটনা ঘটেছে ময়মনসিংহে ফুলপুরে ভাসুরের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ফুলপুর উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায় ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামের ওয়াহেদ আলী (৭০)রবিবার সকালে বার্ধক্য জনিত কারণে মারা যান।
ভাসুরের লাশের পাশে কান্না কাটি করার এক পর্যায়ে একি বাড়ির ছোট ভাই নাজিম উদ্দিনের স্ত্রী খোদেজা খাতুন (৫৫)” বলেন আমার দম বন্ধ হয়ে আসছে বলতে বলতেই ঘরের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট ভাইয়ের স্ত্রী খোদেজা খাতুন।
ভাসুরের মৃত্যু শোকে ছোট ভাইয়ের স্ত্রীর মৃত্যু সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে তাদের স্বজন ও গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনা শুনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ৪নং সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহা আলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *