নিভে গেল একটি প্রাণ । একজন পথচারী একজন সাধারন মানুষ ছিলেন নাহিদ । ডিলিংক কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান ছিলেন। অন্য আরো সাধরনের মতই ছিল তার স্বপ্ন। বিয়ে করেছেন মাত্র ৬ মাস আগে। স্ত্রী ডালিয়াকে নিয়ে তার জীবন –যাত্রা শুরু । ফুলের নামে নাম নাহিদের স্ত্রী ডালিয়া এখন সদ্য বিধবা। মানে তার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল । আচ্ছা তাদের চাওয়া তো খুব বেশী ছিল না। খেটে খাওয়া মানুষের জীবনের কি কোন মুল্য নাই ??
নাহিদ চলে গেছে এখন তার পরিবারের ,স্ত্রী ডালিয়ার কি হবে ? কে নেবে মেয়েটির দায়িত্ব ??