এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তৃতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তৃতীয়

স্টাফ রিপোর্টার।।ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তৃতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫ লাখের বেশি টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে মোট ৩০ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে এক্সপ্রেসওয়েতে।

বুধবার সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

এর আগে গত দুই দিনে প্রায় ৩২ লাখ টাকা পর্যন্ত টোল আদায় হয়েছিল।

সেতু কর্তৃপক্ষ জানায়, মোট টোল আদায় হয়েছে ২৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা। এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেট পথে ১৫ হাজার ৬৯০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট পথে ৩ হাজার ৬১৯টি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দর পথে ২ হাজার ৮৯৮টি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৮ হাজার ৭১২টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করেছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাত্র ১৫ মিনিটে বসুন্ধরা থেকে বনানী যেতে পারায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করছেন। যাত্রীরা বলছেন, টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি।

রাজধানী ঢাকার যানজট নিরসনে বহুল প্রতীক্ষিত দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ঢাকা উড়ালসড়ক) শনিবার (২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *