৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাট ব্রিটিশ রিপন ও তার দুই সহযোগী গ্রেফতার
স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহের সদ্য যোগদান কারী সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়ার নির্দেশ এই জেলা থেকে মাদক ব্যবসা নির্মূল করে আমাদের নতুন প্রজন্ম তরুণ যুব সমাজকে মাদকের রাহু করাল গ্রাস থেকে বাঁচাতে হবে সমাজের চুরি ছিনতাই রোধ করতে হবে আর এই নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে কোতয়ালী মডেল থানার সুনামধন্য মানবিক ওসি মোঃ শাহ কামাল আকন্দ এর মনিটরিং তদারকিতে থানার কর্ম দক্ষ অফিসার এস আই মিনহাজ উদ্দিন এস আই নিরুপম নাগ , সুজন চন্দ্র সাহা কনষ্টেবল জোবায়েদ কনষ্টেবল মিজানুর রহমান সমন্বয়ে একটি টিম ৪ সেপ্টেম্বর অনুমান রাত ১২ টায় এক গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মাসকান্দা খালপাড় একটি ভাড়াটিয়া বাসায় মাদক বিরোধী তল্লাশি অভিযান চালিয়ে মাদক সম্রাট মোঃ রিপন মিয়া ওরফে ব্রিটিশ রিপন ( ৪৩) ও তার দুই সহযোগী জাহাঙ্গীর হোসেন এবং সোহেল কে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবেট সহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়
এদিকে এ অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসি শাহ কামাল আকন্দ বলেছেন এ অভিযান অব্যাহত থাকবে অপরাধী যেই হউক কাউকে ছাড় দেওয়া হবে না পুলিশ তাদের কে ধরবেই