মাটি মামুন রংপুর।
রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকা ব্যস্ততম যায়গা
এই রাস্তা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর কেন্দ্রীয় কারাগার, সহ বুড়িরহাট হয়ে স্থাল বন্দর বুড়ী মাড়ি পাঠগ্রাম যেতে হয়।
এই ব্যস্ততমো রাস্তার ফুটপাত দখল করে পানের দোকান খুলে বসেছেন গংগাচড়া থেকে আসা আবুল ওয়াহাব মিয়া।
আবুল ওয়াহাব এর কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদক কে বলেন এ এসপি আবুল কালাম আজাদ স্যার আমাকে এখানে দোকান দিয়ে দিয়েছেন আপনারা স্যারের সাথে কথা বলেন।
এ এসপি আবুল কালাম আজাদ এর সাথে মুঠোফোনে একাধিক বার কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
তবে এবিষয়ে ধাপ ফাঁড়ির ইনচার্জ মাহামুদুল হাসান এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন আমি ব্যবস্থা গ্রহন করছি।
কথা বলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন প্রযন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এই পুলিশ সদস্য।
এদিকে স্থানীয়রা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দের এধরনের কথা বা কর্মকান্ড দেখে আমরা অবাক, বাংলাদেশ ব্যাংক মোড় একটি ব্যস্ততমো যায়গা, এখানে একজন পুলিশ কর্মকর্তা হয়ে অবৈধভাবে ফুটপাত দখল করে পানের দোকান ধরিয়ে দিয়ে তিনি আইনের প্রতি অবহেলা করেছেন।
আমরা এর প্রতিকার চাই।