বিত্তবানরা এগিয়ে আসুন…….। ছেলেটার বাবার ফোন নাম্বার--01734880466 নাম মোঃ মিরাজ, পিতা-হাবিবুল্লাহ, সাং-হাসাননগর ৭নং ওয়ার্ড, বোরহানউদ্দিন। ছেলেটা ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। ওর একটা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে দ্রুত চিকিৎসা না হলে বাকি কিডনিটাও নষ্ট হয়ে যেতে পারে। ছেলেটা দীর্ঘদিন ভোলা সদর হাসপাতেল চিকিৎসায় থাকার পর বর্তমানে চট্টগ্রাম একটি হাসপাতালে চিকিৎসাধিন আছে। কিন্তু ওর দিনমজুর ভাই টাকার জন্য চিকিৎসা চালাতে পারছে না। ওর সাথে আমার ভোলা হাসপাতালে দেখা হয়। পরে ওর বাড়ি গিয়ে দেখি চিকিৎসা করার মতো ওর পরিবারের কোন সমর্থ নাই। তাই আপনাদের কাছে এ আবেদনটি জানালাম।