মাছ দুটি ধরা পড়ার পর টেকনাফের সেন্ট মার্টিন জেটির ফিশারিঘাটে তিনি দাম হাঁকিয়েছিলেন ১৫ লাখ টাকা। ওই সময় নুর মোহাম্মদ নামের একজন স্থানীয় ব্যবসায়ী আট লাখ টাকায় মাছ দুটি কিনতে চেয়েছিলেন। তবে তিনি বেশি দামের আশায় মাছ দুটি বিক্রি করেননি। পরে মাছ দুটি কক্সবাজারে পাঠালে এর চেয়ে কম দাম বলেন ক্রেতারা। একপর্যায়ে বাধ্য হয়ে মাছ দুটি ২ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেছেন। জানতে চাইলে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ট্রলারমালিকের ভাগ্য খারাপ। মাছ দুটি পুরুষ প্রজাতির হলে আরও বেশি দামে বিক্রি করা যেত। পুরুষ পোপা মাছের বায়ুথলি বেশ মূল্যবান। কিন্তু নারী প্রজাতির বায়ুথলি ছোট ও পাতলা হয়, তাই দাম কম। পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে। স্থানীয় লোকজনের কাছে মাছ দুটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতরে থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্য পোপা মাছের এমন চড়া দাম। স্থানীয় মাছ ব্যবসায়ী নুর মোহাম্মদ বলেন, চলতি বছর স্থানীয় একটি ফিশিং ট্রলারে আরও একটি কালা পোপা মাছ ধরা পড়েছিল। এই মাছের পটকা থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি হয়। তাই এ মাছের এত দাম চাওয়া হয়। সূত্র : প্রথমআলো