Logo
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২২, ৬:০০ পূর্বাহ্ণ

দুই পোপা মাছ বিক্রি হলো পৌনে ৩ লাখ টাকায় কক্সবাজারের সেন্ট মার্টিনে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছিল ৫৫ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি পোপা মাছ। প্রথমে ট্রলারের মালিক মাছ দুটির দাম হাঁকিয়েছিলেন ১৫ লাখ টাকা। তবে আশানুরূপ দাম না পেয়ে শেষে বাধ্য হয়ে ট্রলারের মালিক মাছ দুটি ২ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেন। গতকাল মঙ্গলবার সকালে আবদুল গণির মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি ট্রলারে ২৪ কেজি ৯০০ গ্রাম ও ৩০ কেজি ৩০০ গ্রামের দুটি পোপা মাছ ধরা পড়ে। পরে গতকাল রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের ফিশারিঘাটের মোহাম্মদ ইছাহাক সওদাগর নামের একজন মাছ ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন। ট্রলারের মালিক আবদুল গণি বলেন, মাছ দুটি নারী প্রজাতির হওয়ায় তিনি আশানুরূপ দাম পাননি। আবদুল গণি বলেন,