সত্যের খোঁজে আমরা
যেখানেতে আগে ছিল, নদীর পাশে বড় বিল। সৌভাগ্য রাজ ভাগ্য গুনে সেখান চলে এলেন।বিলের মাঝে অনেক জমি নিশানা করে নিলেন। ভেবে চিন্তে দেখলেন তিনি, যদি জুট মিল হয়।আশেপাশের গ্রামের মানুষ বেঁচে যাবেন তায়। হত দরিদ্র, গরীব ছাড়াও, বেকার নারী - পুরুষ যারা। আমার মিলে চাকরি করে বেঁচে যাবেন তারা। দু' বেলা দু' মুঠো ভাত, পায় না যারা খেতে। তারাই এসে কাজ করবে, মন দিয়ে দিনে রাতে। অভাব তাদের দূর হবে, তাদের সংসার হতে হায়। আল্লাহর কাছে দোয়া করবে,দু' হাত তুলে তায়।আমার মিলের নাম হবে, হযরত শাহ চন্দ্র পুরী জুট মিলস। দেশ- বিদেশে বিক্রি হবে, আসবে কত ডিলস। লক্ষ কোটি টাকায় বিক্রি হবে, আমার মিলের পণ্য। দেশ-বিদেশে সুনাম ছড়াবে, তাতেই আমি ধন্য।