আহমেদ(মৌলভীবাজার)কমলগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ, ব্রাহ্মণ, পুরোহিতদের মধ্যে আর্থিক অনুদান প্রদান ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ কেন্দ্রীয় দূর্গাবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক অলক দেব প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর বখতিয়ার খান, আনসার শোকরানা মান্না,ছাদ আলী,জসিম উদ্দিন শাকিল,মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা,শিউলি আক্তার শাপলা প্রমূখ।