কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ পালিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে দশটায় দিবসটি উপলক্ষে থানা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার থানা চত্বরে শেষ হয়। বর্ণাঢ্য র্যালীতে জনপ্রতিনিধি, বীর মক্তিযোদ্ধ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষ প্রায় দুই’শ অংশ গ্রহণ করে।
পরে বর্ণাঢ্য র্যালী শেষে থানা চত্বরে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু সায়েম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র
সহকারী পুলিশ সুপার এএসপি শরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সোহরাব হোসেন প্রতাপ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, প্রেসক্লাবের সভাপতি গোলাম
মোস্তাফিজার রহমান মিলন, থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সরকার, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওসার রহমান, আওয়ামীলীগ নেতা শাহেদ মল্লিক বাবু প্রমুখ।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্যবে থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম ১৯৯৩ সালে প্রথম ময়মনসিংহ শহরে চালু হয়েছে। আর এর জনক হলেন সাবেক পুলিশ প্রধান (আইজি) এ কে এম শহিদুল্লা। সেই থেকে পুলিশ কমিউনিটি পুলিশিং ডে প্রতি বছর অক্টোবরের শেষ শনিবার পালন করে আসছে এবং এর মাধ্যমে পুলিশের সেবা সাধারণ মানুষ এর দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে।
এছাড়াও আলোচনা সভায় বক্তারা, সীমান্তবর্তী শহর হাকিমপুর হিলিকে শতভাগ মাদক মুক্ত করতে পুলিশ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা বন্ধু হিসেবে কাজ করতে ইচ্ছে প্রকাশ করেন। সেই সাথে সাধারণ মানুষ যেন কোন সমস্যায় পড়ে পুলিশের সেবা নিতে এসে অহেতুক হয়রানির শিকার না হয় এ ব্যাপারে পুলিশকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
দিনাজপুর হাকিমপুর থানা প্রতিনিধি