কম দামে গাড়ি বিক্রি করে দিচ্ছেন অনন্ত জলিল (গাড়ি বিক্রি হয়ে গেছে)
অনন্ত জলিলের ফেসবুক অ্যাকাউন্টে দেখা গেছে নিজের চলচ্চিত্রের প্রচার, কোম্পানির নিয়োগের মতো বিজ্ঞাপনও। এবার এই প্রযোজক-নায়ক দিলেন গাড়ি বিক্রির বিজ্ঞাপন! জানালেন, তাঁর ব্যবহৃত গাড়ি বিক্রি করে দেবেন।
ফেসবুক প্রোফাইলে গাড়ির ভিডিও ও ছবি শেয়ার করেছেন তিনি। যার একটি হলো টয়োটা লেক্সাস ও অন্যটি হুন্দাই ব্র্যান্ডের।
কেন বিক্রি করে দিচ্ছেন গাড়ি? বিষয়টি জানতে যোগাযোগ করা হলে জানা যায়, দুটি গাড়িই অনন্ত জলিল ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহৃত করতেন। এর মধ্যে একটি তাঁর দুই সন্তানকে আনা নেওয়া এবং অন্যটি বিভিন্ন শুটিংয়ের জন্য কাজে লাগাতেন। নতুন গাড়ির নেওয়ার জন্যই এগুলো বিক্রি করে দিচ্ছেন তিনি।