মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
আজ ০১/০৯/২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় কুমিল্লা সিভিল সার্জন স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি মহোদয় কুমিল্লা জেনারেল হাসপাতাল পরিদর্শন উপলক্ষে এক সবার আয়োজন করেন উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জনাব মোঃ জাহিদ মালেক মন্ত্রী হাসপাতাল গুলি পরিদর্শন করেন।
পরবর্তীতে তিনি ০৬ জেলার বিভিন্ন স্বাস্থ্য স্থাপনা ও প্রান্তিক স্বাস্থ্য কর্মীদের ল্যাপটপ এবং পি.ডি.এ বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ডক্টর, মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়,
ঢাকা, উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অধ্যাপক ডাক্তার মোঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলার সিভিল সার্জন, ডাক্তার মোঃ মীর মোবারক হোসাইন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক, ডাক্তার মোঃ এ.কে.এম আমিরুল মোরশেদ, মহাপরিচালক (মেডিকেল এডুকেশন),
জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত সচিব, জনাব মোঃ নাজমুল হক খাঁন, অতিরিক্ত সচিব, অধ্যাপক ডাক্তার মোঃসামিউল ইসলাম,
পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের ডিরেক্টর এবং লাইন ডিরেক্টরবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা বি.এম.এ এর সভাপতি ডাক্তার মোঃ আবদুল বাকি আনিস সহ স্বাচিপ এবং বি.এম.এ এর অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, দপ্তর প্রধান এবং সাংবাদিকবৃন্দ।
সভায় মন্ত্রী মহোদয় অনলাইনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন।
নোয়াখালী জেলার নবনির্মিত সিভিল সার্জন ভবন সহ বিভিন্ন স্থাপনার উদ্বোধন করা হয়।
এসময় অনলাইনে বক্তব্য রাখেন এডভোকেট হাসেম খাঁন, সংসদ সদস্য, কুমিল্লা-৫।
মন্ত্রী মহোদয় তাঁর বক্তব্যে বলেন করোনাকালে স্বাস্থ্য কর্মীদের নিরলস পরিশ্রম এবং অবদানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে।
তিনি জেলা-উপজেলার সকল কর্মকর্তাদের আরো আন্তরিক ভাবে কাজ করার ও রোগীবান্ধব হাসপাতাল ব্যবস্থা গড়ে তোলার জন্য পরামর্শ দেন।
সভা শেষে মন্ত্রী মহোদয় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন ও ফলক উন্মোচন পরবর্তী মোনাজাতে অংশগ্রহন করেন।
এরপর তিনি কুমিল্লা মেডিকেল কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।