দৈনিক সত্যের খোঁজে আমরা
কর্ণফুলী পরিবহন থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার
নয়ন দাস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
উলিপুর থেকে ঢাকাগামী কর্ণফুলী পরিবহন নাজিমখাঁন রাজারহাট হয়ে কুড়িগ্রাম আসার পথে ডিবি'র একটি দল এসে গাড়িটি আটক করে এবং এখান থেকে ২টি ব্যাগ থেকে দুইটি গাঁজার পোটলা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১০ কেজি।
গাঁজার মালিক কে না পাওয়ায় গাড়ির ড্রাইভার কে আটক করে,হেলপার পলাতক।