সত্যের খোঁজে আমরা
বিলকিছ আক্তার রুবি স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ২১ ডিসেম্বর তার পূর্ব নির্ধারিত বিজয় দিবসের অনুষ্ঠান ও নির্বাচনি পথসভা ছিল। ওই অনুষ্ঠান যাতে হতে না পারে, এ জন্য টঙ্গীর সফিউদ্দিন সরকার স্কুল মাঠে তালা ঝুলিয়ে দেওয়া হয়। প্রতিপক্ষ ৪টি মাইক ছিনিয়ে নেয় এবং কয়েকজন কর্মী-সমর্থককে মেরে আহত করে।
রোববার দুপুরে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া ইঞ্জিনিয়ার হেলাল ভবন প্রাঙ্গণে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বুদ্দিন বলেন, প্রতিপক্ষ পুলিশ দিয়ে হয়রানি এবং হোয়াটসঅ্যাপে আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। চাচা ভাতিজার কাছে আজকে টঙ্গীবাসী জিম্মি,টঙ্গী বাসিদের গাজীপুর বাসিকে মুক্ত করতে আমার নির্বাচনে আসা।
তিনি আরো বলেন, যেমন করে জীবন কে বাজি রেখে ৭১সালে পাকহানাদার দের সাথে যুদ্ধ করে এ দেশকে মুক্ত করেছিলাম। ঠিক তেমনি ভাবে টঙ্গী ও গাজীপুর বাসিকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত করব।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র রাখি সরকার, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি রজব আলী, ইঞ্জি. এমএম হেলাল উদ্দিন, নজরুল ইসলাম, নাসির উদ্দিন, হেলাল উদ্দিনসহ কয়েকশ নেতাকর্মী।