কাজিপুর থানা পুলিশের অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার”

কাজিপুর থানা পুলিশের অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার”

[ তারিখ ১৩/১০/২০২২ খ্রিঃ]

মান্যবর পুলিশ সুপার, জনাব, মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) স্যারের নির্দেশনায় কাজিপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাসিবুল্লাহ, কাজিপুর থানা, সিরাজগঞ্জের তত্ত্বাবধানে কাজিপুর থানার একটি অভিযানিক দল ইং ১২/১০/২০২২ তারিখ ২১.৩৫ ঘটিকার সময় কাজিপুর থানাধীন সোনামুখী ইউনিয়নের সোনামুখী গ্রামস্থ সোনামুখী হাই স্কুল মাঠের পূর্ব পার্শ্বে জনৈক মোঃ হাবিবুর রহমান (৫০), পিতা-মৃত ওসমান গণি এর চায়ের দোকানের সামনে হইতে ২০৭ (দুইশত সাত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ একাধিক মাদক মামলার আসামী মোঃ আব্দুর রাজ্জাক (৪৩), পিতা-মৃত জালাল উদ্দিন আকন্দ, সাং-সোনামুখী দক্ষিণপাড়া ও ২। মোঃ আল-আমিন (৩৮), পিতা-মোঃ শুকুর আলী, সাং-রৌহাবাড়ী গাছাবাড়ী, উভয় থানা-কাজিপুর, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করে। এই সংক্রান্তে কাজিপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হইয়াছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আল-আমিনদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *