সত্যের খোঁজে আমরা
বুলবুল মিলে সাতটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল এবং সাতটি চলচ্চিত্র ছিল সুপার ডুপার হিট।
(১) লুটতরাজ - ১৯৯৭
(২) আম্মাজান - ১৯৯৯
(৩) কষ্ট - ২০০০
(৪) বর্তমান - ২০০০
(৫)পাঞ্জা - ২০০১
(৬) তান্তবলীলা - ২০০১
(৭) মিনিস্টার - ২০০৩
♦️পরিচালক, নায়ক, নায়িকা এবং গীতিকার ও সুরকার জুটি'র কোন চলচ্চিত্র ফ্লপ ছিলো না।বরং সুপার ডুপার হিটের পাশাপাশি বছরের সর্বোচ্চ আয়কারী 'আম্মাজান' মত সর্বজন স্বীকৃত চলচ্চিত্র ছিল।
♦️শ্রুতিমধুর গানের সংখ্যায় ছিল অতুলনীয় :
(১) অনন্ত প্রেম তুমি দাও আমাকে
শিল্পীঃ আইয়ুব বাচ্চু ও কনক চাঁপা।
(২) তোমার আমার প্রেম এক জনমের নয়
শিল্পীঃ আইয়ুব বাচ্চু ও শাকিলা জাফর।
(৩) তোমার প্রেমের জন্য হইয়াছে মন
শিল্পীঃ কনক চাঁপা ও কুমার বিশ্বজিৎ।
(৪) জানে জানুক জগৎবাসী
শিল্পীঃ কনক চাঁপা ও কুমার বিশ্বজিৎ।
(৫) আমার এই অন্তরে তুমি ছাড়া
শিল্পীঃ খালিদ হাসান মিলু ও কনক চাঁপা।
(৬) আমার জীবন নামের ফুল
শিল্পীঃ মনির খান ও কনক চাঁপা।
(৭) আরে ও মিনিস্টার মিনিস্টার
শিল্পীঃ কনক চাঁপা ও এন্ড্রু কিশোর।
♦️পরিচালক কাজী হায়াৎ-এর প্রতিটি সিনেমাতেই মান্না ও মৌসুমী জুটির অভিনয় পারফরম্যান্স ছিল দুর্দান্ত।