মো ইয়াকুব আলী পঞ্চগড়
জেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলার বোদা
থানার এক নং ঝলই
শালশিরি ইউনিয়নের
চিড়াকুটি নামক গ্রামে
রাত বারোটার দিকে
অগ্নিসংযোগ হয় চিরাকুটি
নামক গ্রামের নব নির্বাচিত
মেম্বার জনাব মো খলিলুর
রহমানের বড় ভাই জনাব
মো আব্দুল খালেক এর
বাসায় অগ্নি সংযোগ হয়
এই আগুন
প্রায় এক ঘন্টা ধরে চলতে থাকে
অগ্নিসংযোগের সাথে সাথে
বাড়ির মানুষ চিৎকার
শুরু করে দেয় তাদের
চিৎকার এর ফলে গ্রামের
মানুষ দৌড়াদৌড়ি করে
তাদের বাড়িতে আগুন
নেভানোর জন্য আসে
আগুন লাগার সাথে
সাথে ফায়ার সার্ভিসে
কল করেন
কিন্তু ফায়ার সার্ভিস
সময়মতো না আসতে
পেরে গ্রামের মানুষ বালতি
জল এবং অন্যান্য জিনিসপত্র
দিয়ে পানি সেচন করে
অগ্নিকে নিভায়
পরবর্তীতে ফায়ারসার্ভিস
এসে কিছু কিছু জায়গায়
ছোট ছোট
করে অগ্নি দেখা গেলে
তারা তাদের পানি দিয়ে
নিভিয়ে দেয়
ফায়ার সার্ভিস সময় মত
না আসার কারণে সবকিছু
পুড়ে ছাই
হয়ে যায় তবে কোন
মানুষেমানুষের ক্ষতি হয়নি
আল্লাহর পাকের অশেষ
রহমতের ফলে পুরো গ্রামের মানুষ বেঁচে যায়
গ্রামের লোকজন বলেন
এই আগুন যদি আরেকটু
গভীর রাতে হতো তাহলে
পুরো গ্রামে জলে যাবার
আসংখা ছিল
তবে অবাক করা বিষয় হলো
সেখানে একটি কুরআন শরীফ
ছিল সবকিছু পুড়ে ছাই হলেও কোরআন শরিফ টি পুড়েনি