কালকিনিতে পরকিয়ার অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীসহ ৩জনকে পিটিয়ে আহত

কালকিনিতে পরকিয়ার অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীসহ ৩জনকে পিটিয়ে আহত

দৈনিক সত্যের খোঁজে আমরা

মোঃআছিফ হোসেন কালকিনি (মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে মিথ্যা পরকীয়ার অপবাদ দিয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এ হামলার ঘটনায় প্রবাসীর স্ত্রীসহ(২৫) একেই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আজ শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার চরফতে বাহাদুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে একেই এলাকার ছাদ্দাম হাওলাদার, মালেক হাওলাদার ও আরিফ হাওলাদার পরকীয়ার অপবাদ দিয়ে শুক্রবার রাতে বিনানুমতিতে ওই প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করে। এরপর তারা ঘরের ভিতরে বসেই পরকীয়ার অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রী কে হেনাস্তা করে এবং বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করে। পরে তারা ওই প্রবাসীর স্ত্রীর কোন প্রকার দোষ ত্রুটি না পেয়ে ঘর থেকে বের হয়ে যায়। শুক্রবার সকালে ছাদ্দাম হাওলাদর ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে পুনরায় প্রবাসীর স্ত্রীর বাড়িতে ঢুকে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তাদের বাধা দিলে প্রবাসীর স্ত্রীর শ্বশুর ও শাশুরীকেও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ফাঁসানোর জন্য এবং এলাকায় আমার দুর্নাম সৃষ্টি করার জন্য সাদ্দাম ও তার লোকজন মিলে মিথ্যা অপবাদ দিয়ে আসছে। আমরা প্রতিবাদ করলে আমাদের মারধর করা হয়। আমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। আমরা তাদের বিচার দাবি জানাই।
এবিষয় অভিযুক্ত সাদ্দামসহ সকল অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে এলাকায় পাওয়া যায়নি।
এব্যাপারে কালকিনি থানার তদন্ত (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *