টাঙ্গাইলের কালিহাতীতে মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে টাঙ্গাইল জেলা ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি কর্তৃক ১০ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা উদ্ধার সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ । উদ্ধারকৃত মাদকের সর্বমোট মূল্য এক লক্ষ ছয় হাজার টাকা।
বুধবার (০৫ অক্টোবর) জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানায়ায়, টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন এর দিক নির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে কালিহাতী থানাধীন ইছাপুর এলাকা হইতে মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।