ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট বাজারে
আন্তর্জাতিক ব্র্যান্ড ব্লু ড্রিম এর পোশাক পণ্যের শাখা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্লু ড্রিম’র ব্যবস্থাপনা পরিচালক কে.এস. এম স্বপ্নীল চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী (তুহিন হাওলাদার), বাংলাদেশ দোকান মালিক সমিতি ফেডারেশন (ঢাকা অঞ্চল) যুগ্ন সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচ. এম এরশাদ, ডাঃ আব্দুস সাত্তার প্রমূখ।
এসময় প্রধান অতিথি স্বপ্নীল চৌধুরী বলেন, বাংলাদেশে সবচেয়ে কমদামে ব্লু ড্রিম’র পোশাকের ব্র্যান্ড পণ্য বাজারজাত করে থাকে। তিনি দ্বীপজেলা ভোলাবাসীকে ব্লু ড্রিম’র কুঞ্জেরহাটের নতুন শাখায় কেনাকাটার আমন্ত্রণ জানান।