দৈনিক সত্যের খোঁজে আমরা
ছাত্রীদের পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমান প্রতিনিধি
গতকাল রবিবার দুপুল ২.০০ ঘটিকার সময় গাজীপুর মহানগর গাছা থানাধীন ৩৭ নং ওয়ার্ড কুনিয়া তারগাছ এলাকায় ঐতিহ্যবাহী শহীদ আহসান উল্লাহ মাষ্টার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার, কৃতি ছাত্র/ছাত্রীদের পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক বাবু প্রদীপ কুমাল মিত্র. উপস্থাপনা ও পরিচালনায় জনাব মোঃ সাইদুর রহমান সহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর মাটিও মানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৩৭ নং ওয়ির্ডে বার বার নির্বাচিত জন প্রিয় কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাঈফুল ইসলাম দুলাল,গাজীপুর মহানগর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক - আলহাজ্ব শহীদুল্লাহ্, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন - গাজীপুর সিটি কর্পোরেশনের বার বার নির্বাচিত সফল ও জন নন্দিত কাউন্সিলর- আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৩৫ নং ওয়ার্ড এর জন নন্দিত কাউন্সিলর আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল সহ অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, অভিভাবক সহ অত্র এলাকার হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,ছাত্র/ছাত্রীদের পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, সুস্থ দেহ সুস্থ মন, সকল ছাত্র ছাত্রী লেখা পড়ার পাশাপাশি খেলা ধূলা করা একান্ত প্রয়োজন।খেলা ধূলা করলে মানুষের স্বাস্হ্য ও মন দুইটাই ভালো থাকে।তাই লেখাপড়ার ফাকে কিছু সময় খেলা ধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মনকে চাঙ্গা করে তোলে।বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সিলর আলহাজ্ব সাইফুল ইসলাম বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধূলার ও বিনোদনের বিশেষ প্রয়োজন। খেলাধূলা করলে শরীর ও মন উভয় ভাল থাকে। আমাদের এই যুব সমাজকে বাঁচাতে হলে তাদেরকে খেলাধূলার দিকে আকৃষ্ট করতে হবে। বর্তমানে যুব সমাজ মাদকের দিকে বেশি ঝুকে পড়েছে, তাদেরকে মাদক থেকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার ও বিনোদনের কোন বিকল্প নাই।