কুমারখালীতে জুয়া খেলার অপরাধে ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৬ আগষ্ট) দুপুরে কুমারখালীর কয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম।
আটককৃতরা হলেন, কুমারখালী চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মন্ডলপাড়া গ্রামের মৃত অদুত মন্ডলের ছেলে হাজিদুল মন্ডল (৪৫), জয়নাবাদ চরপাড়া গ্রামের মোহাম্মদ নুর ইসলামের ছেলে ইয়ার হোসেন (৪২), ছেঁউড়িয়া বিশ্বাস পাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আলী হোসেন সাগর (৪২), জয়নাবাদ চরপাড়া গ্রামের মৃত ইসমাইল পরামানিকের ছেলে মোতাহার হোসেন মোতায় (৫৫), জয়নাবাদ গ্রামের মোহাম্মদ হানিফ মন্ডলের ছেলে জিন্নাহ মন্ডল (৪৮)।
কয়া ইউনিয়নের বানিয়াপাড়া মৃত অহেদ আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), মৃত দিলু শেখের ছেলে মুরাদ হোসেন (৪৫) চয়ন শেখের ছেলে আলিম শেখ (৪৬), বানিয়াপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে ওয়াসিম বিশ্বাস (৪০), লস্কর আলীর ছেলে ওসমান গনি (২৯)।