সত্যের খোঁজে আমরা
জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার), সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোহাঃ আকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, কুষ্টিয়া’র নেতৃত্বে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) সুধাংশু কুমার মিত্র সঙ্গীয় অফিসার ফোর্স সহ কুমারখালী থানাধীন ০৯ নং চাঁদপুর ইউনিয়নের ধলনগর এলাকা হইতে আসামী ১. মোঃ সাদ্দাম শেখ(৩২), পিতা-মোঃ মতিন শেখ, গ্রাম- ধলনগর, থানা- কুমারখালী, জেলা -কুষ্টিয়া, ২. মদন মোহন সরকার(৪৫), পিতা-মৃত অজিত সরকার @ বাদল, মাতা-চায়না সরকার,গ্রাম- হরিনারায়নপুর, থানা- ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), জেলা -কুষ্টিয়াদ্বয়ের নিকট হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক থানায় এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ, কুমারখালী থানা আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেন। অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, কুষ্টিয়ার নেতৃত্বে থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।