কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :
কুমিল্লায় সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় র্যাবের অভিযানে ঔষধ কোম্পানীর কাভার্ড ভ্যান থেকে ৮৬৫০ পিছ ইয়াবা, ৫০০ বোতল ফেনসিডিল, ৮৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় মাদক চোরাচালানে ব্যবহৃত একটি ঔষধ কোম্পানির পিকআপ ভ্যান জব্দ করে র্যাব।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ) সকলে জেলার সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি আল আমিন সুমন (৩১) চাদপুর জেলার কঁচুয়া থানাধীন চাপাতলী (দক্ষিণ পাড়া) গ্রামের মিজানুর রহমানের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সকালে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান একটি ওষুধ কোম্পানির মিনি পিকআপ ভ্যান থেকে ৮ হাজার ৬৫০ ইয়াবা, ৫০০ বোতল ফেনসিডিল ও ৮৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় মাদক চোরাচালানে ব্যবহৃত একটি ঔষধ কোম্পানির পিকআপ ভ্যান জব্দ করে র্যাব সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব জানান ,প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত আসামি সুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এছাড়াও, মাদক পরিবহনের জন্য বিশেষ প্রক্রিয়ায় ঔষধ কোম্পানীর কাভার্ড ভ্যান ব্যবহার করে তার ভিতরে ঔষধের আড়ালে মাদক পরিবহন করে আসছিল বলে স্বীকার করে । এঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।