গ্রুপিং আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মজিব গ্রুপ এবং মেয়র মিজানুর রহমান গ্রুপে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোড!!
চৌদ্দগ্রাম বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চৌদ্দগ্রাম বাজার রণক্ষেত্রে পরিণত হয়েছে, অবৈধ এমপি মজিবের ক্যাডার বাহিনী এবং সাবেক( পৌরসভার) মেয়র মিজানের ক্যাডার বাহিনী মধ্যে তুমুল সংঘর্ষ চলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত মিজাম বাহিনীর ক্যাডারের দাওয়া খেয়ে এমপি মজিব বাহিনীর ক্যাডারেরা চৌদ্দগ্রাম বাজার থেকে পালিয়ে গিয়েছে