কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা শহরতলী ধর্মপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ১৫দিন পর র্যাবের অভিযানে
বিদেশী পিস্তল দুই রাউন্ড গুলিসহ এক চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামি মো: মাসুদুর রহমান (৪০) জেলার সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউপির ধর্মপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিধানিক দল সোমবার বিকেলে জেলার সদর উপজেলার ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী মাসুদুরকে ১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
আটককৃত আসামী মাসুদুরের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।