কহিনুর পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
বান্ধব করে তোলার লক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১.০৬.২৩ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুরের দিকে ট্যুরিষ্ট পুলিশ ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে এবং মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরামের সহযোগীতায় পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র আনোয়ার হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের এডিশনাল এস. পি আবুল কালাম আজাদ।
মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের যুগ্ন-সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী হাফিজুর রহমান দীপু, মাল্টিপার্টি এডভোকেসী ফেরামের সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কুয়াকাটা পৌরসভা প্যানেল মেয়র-১ মনির শরীফ, কুয়াকাটা হোটেল মালিক সমিতির সভাপতি শাহ আলম হাওলাদারসহ কুয়াকাটার পর্যটন শিল্পের সাথে জড়িত বিভিন্ন ব্যাক্তিবর্গরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ পরিকল্পনা সভায় বক্তারা পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে আরো পর্যটন বান্ধব করে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা এবং পরিকল্পনা ব্যাক্ত করেন।
কহিনুর বেগম
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
২২.০৬.২৩