২০২২) কুষ্টিয়া জেলায় বাংলাদেশ পুলিশের
অধস্তন কর্মকর্তা- কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়ায় সকাল ১০ টায় এএসআই (নিঃ) হতে এসআই (নিরস্ত্র) পদে এবং বিকাল ৩ টায় কনস্টেবল / নায়েক হতে এএসআই (নিঃ) পদে বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের তিনটি জেলা যথাক্রমে কুষ্টিয়া, যশোর ও খুলনা ভেনুতে বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জ, বরিশাল রেঞ্জ, রাজশাহী রেঞ্জ, খুলনা রেঞ্জ, সিলেট রেঞ্জ, রংপুর রেঞ্জ, ডিএমপি, সিএমপি, এপিবিএন প্রভৃতি ইউনিট সমূহে একযোগে সু-শৃংখল ভাবে পুলিশের অধস্তন কর্মকর্তা – কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা – ২০২২ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া কেন্দ্রে বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি ( MCQ) পরীক্ষা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া কেন্দ্রে সকাল ১০ টায় এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে কুষ্টিয়া জেলা হতে ১০১ জন, চুয়াডাঙ্গা জেলা হতে ৬২, মেহেরপুর জেলা হতে ৩৩ জন সহ সর্বমোট ১৯৬ জন পরীক্ষার্থী এবং বিকাল ৩ টায় কনস্টেবল / নায়েক হতে এএসআই (নিঃ) পদে কুষ্টিয়া জেলা হতে ২০৭ জন, চুয়াডাঙ্গা জেলা হতে ১৫৮, মেহেরপুর জেলা হতে ৭২ জন এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া হতে ০৩ জন সহ সর্বমোট ৪৪০ জন পরীক্ষার্থী স্বতস্ফূর্তভাবে বহুনির্বাচনি ( MCQ) পরীক্ষায় অংশগ্রহন করেন।
বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া কেন্দ্রে মোঃ ইকবাল, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), খুলনা রেঞ্জের সভাপতিত্বে মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া, মোঃ সাজ্জাদুর রহমান রাসেল, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া জেলা পরীক্ষা গ্রহনের সাব কমিটির সদস্য হিসাবে পরীক্ষা গ্রহন করেন।
এর আগে গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর, ২০২২) বিকাল ৩ টায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে সভাপতি মোঃ ইকবাল, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), খুলানা রেঞ্জ উল্লেখিত পরীক্ষা গ্রহন কমিটি এবং ইনভিজিলেটর (পরিরক্ষক) দের সাথে মিটিং করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অত্যন্ত আধুনিক পদ্ধতিতে স্বচ্ছতার সাথে বাংলাদেশ পুলিশের এই অধস্তন কর্মকর্তা – কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কারনে শুধুমাত্র যোগ্য এবং মেধাবী পরিক্ষার্থীরাই পদোন্নতি পেয়ে বাংলাদেশ পুলিশের সুনাম অর্জন সহ দেশকে সেবা করার সুযোগ পাবে।
এছাড়াও ড. এস এম ফরহাদ হোসেন, (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কেন্দ্র তদারকি এবং মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া, মো: হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়া, মোঃ আজমল হোসেন, সহকারি পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া ফ্লোর ইনচার্জ হিসাবে এবং কুষ্টিয়া জেলা হতে ১৫ জন, চুয়াডাঙ্গা জেলা হতে ০৮ জন, মেহেরপুর জেলা হতে ০৭ জন সহ সর্বমোট ৩০ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ইনভিজিলেটর (পরিরক্ষক) হিসাবে ও ০২ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) চেকিং ডিউটির দায়িত্ব পালন করেন।