স্বপ্ন তাকে টেনে নিয়ে গিয়েছিল বহুদূর। হয়তো সেকারণেই বাইক কিনতে ছুটে গিয়েছিল ঢাকায়। যাবার সময় মা নিষেধ করায় সিফাত মা কে বুঝিয়ে বলে- তুমি এমন করো কেন আম্মা আমি তো আর ছোটো নেই!
হ্যাঁ…সত্যিই সিফাত বড় হয়ে গেছিলো। কে বলতে পারে তার সময়ও হয়তো শেষ।
বাইক কিনে নতুন বাইক চালিয়ে ঢাকা থেকে নওগাঁর পথে আসছিলো সে। মাঝপথে টাঙ্গাইলে এসে যাত্রা শেষ হয়ে গেল চিরতরে।
ঢাকামুখী দ্রুত বেগে চলা একটি বাস ও স্বপ্ন কিনে মন বোঝাই করে ছুটে আসা তরুণ যুবকের R15। মুখোমুখি সংঘর্ষ।
জাস্ট একটা ধাক্কা…সব শেষ… গুড়িয়ে দিয়ে গেল জীবন। স্বপ্ন পড়ে রইলো সেখানেই আর সিফাত চলে গেল পরপারে।
স্বপ্নই তাকে ঠেলে ফেলে দিল মৃত্যুর মুখে। একপাশে স্বপ্ন একপাশে বাস্তব, মাঝখানে নিয়তির শিকার হওয়া তরুণ সে যুবকটির মৃত দেহ। বাবা-মা, বন্ধু-বান্ধব, আপনজন, লাখ টাকার স্বপ্ন সবাই তাকে ডাকছে কিন্তু সিফাত আর নেই!
আহারে জীবন..!😥
সংগৃহীত