উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের’ শুভ উদ্বোধনি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাব দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে ( রিকাবী ফ্রেন্ড স্টুডেন্ট ক্লাব) এর আয়োজনে ‘চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের’ শুভ উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মজিদ, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুধা চন্দ্র শীল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ ছাত্রলীগ নেতা মনজুরুল আলমসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির উপদেষ্টা আব্দুল মজিদ বলেন, খেলায় মোট ১৬ টি দল অংশ গ্রহণ করবে। খেলায় বিজয়ী দলকে একটি গরু ও রানার্সআপ দলকে একটি খাসি পুরস্কার দেওয়া হবে।
জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে এবং আনন্দ উপভোগ করতে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয় ফুটবল প্রেমীদের উপস্থিতিে। উদ্বোধনি খেলায় নবাবগঞ্জ উপজেলার দাউদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি অংশ গ্রহণ করেন। খেলার নির্ধারিত সময় পর্যন্ত ১-১ গোলে খেলা সমাপ্ত হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। পরে ট্রাইবেকারে ৪-৩ গোলে দাউদপুর খেলোয়াড়দের কল্যাণ সমিতি জয় লাভ করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
হাকিমপুর থানা প্রতিনিধ মো:ওয়াজ কুরনী