খাগড়াছড়ি আসনের সংসদ পদপ্রার্থী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা প্রতীকের সমর্থনে পথসভা অনুষ্ঠিত।

খাগড়াছড়ি আসনের সংসদ পদপ্রার্থী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা প্রতীকের সমর্থনে পথসভা অনুষ্ঠিত।

খাগড়াছড়ি প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি পার্বত্য জেলা সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা প্রতীকের সমর্থনে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক পথসভা সভা অনুষ্ঠিত হয়েছে। রবি (৩১ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে স্থানীয় সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু হেমেন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র বাবু নির্মলেন্দু চৌধুরী।

প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে অত্র এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। পাড়ায় পাড়ায় বিদ্যুৎ পৌঁছে গেছে। যেসব পাড়ায় বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হয়নি সেখানে ঘরে ঘরে বিনামূল্যে সোলার দেয়া হয়েছে। পাড়ায় পাড়ায় স্কুল করা হয়েছে। রাস্তা-ঘাট করা হয়েছে ব্যাপকভাবে। ব্রীজ করা হয়েছে। পাহাড়ি ছেলে মেয়েদের চাকুরির ব্যবস্থা করা হয়েছে। ভূমিহীনদের সরকারি ঘর দেয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেয়া হয়েছে জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের মাধ্যমে। বয়স্ক ভাতা দেয়া হচ্ছে। প্রতিবন্ধী ভাতা দিচ্ছে সরকার। সীমান্ত সড়কের কাজ চলছে। পর্যটন খাত বিকশিত হওয়ার কারণে সবার আয় রোজগার বেড়েছে। আর কী চাই। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মযজ্ঞের পাশে থাকার আহবান জানান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা।

সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার জনগণের উন্নয়নের জন্য কাজ করে। এজন্য শেখ হাসিনার সরকার, বারবার দরকার। অপরদিকে বি এন পি’র নেতাকর্মীরা আগুন সন্ত্রাস করে, জ্বালাও পোড়াও করে, মানূষ পুড়িয়ে মারে। জনগণের সম্পদ নষ্ট করে বি এন পি। বি এন পি’ র জ্বালাও পোড়াও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন স্থানীয় মেম্বার দীপার ত্রিপুরা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চন্দ্র কিরণ ত্রিপুরা, সাংবাদিক ত্রিপনময় ত্রিপুরা ও জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান ও কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন মোর্শেদ খান , আমানুল্যাহ ভূঁইয়া ও এরশাদুজ্জানান, তাজুল ইসলাম, ছাত্রনেতা আবু তালেব ও কান্তমণি ত্রিপুরা ও মনো বিকাশ ত্রিপুরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *