নিজেস্য প্রতিবেতন
হাজারে হাজার
তবুতো নই দোষী
এ ভবের মাজার।।
খুন করেছি স্বর্গ কাননে
খুন করেছি তাই গোপনে
খুন করেছি মধু মিলনে
কে করিবে হক বিচার।।
কার সাক্ষী দেয় কেবা
আমি করি করে সবা
কোন ঈমানে নামাজ রোজা
না বুজিয়া সমাচার।।
লক্ষ কোটি গুনে গুনে
খুনী হলাম জেনে শুনে
কি উপায় শেষ বেলায়
সদায় এ ভাবনা আমার।।
তৃষ্ণার জল পিয়াসী মোরে
চেতনো মোর অচেতন করে
বর্ষার তীরে ছিদ্র পড়ে
তব শিপলু নয় গুণাগার।।
লেখকঃ শেখ শিপলু