খুলনায় মটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

খুলনায় মটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

দৈনিক সত্যের খোঁজে আমরা

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনায় বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহীর। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২ টা ৩০ মিনিটের সময় খুলনার নিউ মার্কেটের বিপরীত রাস্তায় এ দুর্ঘটনায় মারা যান মোটরসাইকেল আরোহী। নিহত ব্যক্তি আড়ংঘাট থানার বকুলতলা এলাকার জনৈক আব্দুল আলীর ছেলে আশিকুর রহমান। তিনি বিএল কলেজ গেট এলাকার বই ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, বিএল কলেজের বাস যাত্রী নামাতে নামাতে খুলনার দিকে আসছিল। ওই মুহুর্তে মোটরসাইকেল আরোহী আশিকুর রহমান দ্রুত খুলনার দিকে আসছিল। তাকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। রাস্তার ওপর পড়ে গেলে তার মাথার ওপর দিয়ে একটি চাকা চলে যায়। এ সময়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বাসটি দ্রুত চালিয়ে চলে যায়।

খুলনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু বলেন, নিহত আশিক বিএল কলেজ গেট এলাকার বই ব্যবসায়ী। তিনি দুপুরে ব্যবসায়ীক কাজে খুলনার দিকে আসছিলেন। নিউ মার্কেটের বিপরীত রাস্তায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে খুলনা গামী বিএল কলেজের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই আশিক মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসি তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল রির্পোট করে।

তিনি আরও জানান, আমারা ঘটনাস্থলের আশপাশের সকল সিসি ক্যামেরার দৃশ্য সংগ্রহ করছি। দুর্ঘটনার কারণ বুঝে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া মৃত ব্যক্তির মোটরসাইকেলটি খুলনা থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *