খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর গ্রামের নির্বাসি মোঃ শাহাবুদ্দীন সরদার গাছের গুড়ি

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর গ্রামের নির্বাসি মোঃ শাহাবুদ্দীন সরদার গাছের গুড়ি

বহন করতে গিয়ে ঝাঁকি ও আঘাত পেয়ে মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েন।তাঁর সমস্ত শরীর অবস,মাজায় ও উরুর মাংসে দুই তিন জায়গায় পচন ধরেছে। খুলনা মেডিকেল কলেজ হাস পাতালে প্রায় দেড় মাস চিকিৎসার পরে তাকে বাড়িতে আনা হয়। তার চিকিৎসার জন্য এই গরীব ও হত দরিদ্র পরিবার মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে।ধনী, বিত্তবান ও হৃদয়বান যারা আছেন, তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।তাহলে হয়তো আল্লাহ চাইলে ঐ দিন মজুর ও অসুস্থ ব্যক্তিটি সুস্থ হয়ে তার হতদরিদ্র পরিবারে সবার মুখে হাসি ফুটাতে পারতেন।নীচেয় মোবাঃ বিকাশ নম্বর দেওয়া হলোঃ- 01985-715787

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *