খুলনা জেলা পরিষদ নির্বাচনে তেরখাদা,দিঘলিয়া রূপসা,খুলনা সদর সংরক্ষিত  মহিলা ০৩

খুলনা জেলা পরিষদ নির্বাচনে তেরখাদা,দিঘলিয়া রূপসা,খুলনা সদর সংরক্ষিত মহিলা ০৩

থেকে নমিনেশন জমা দিলেন

নারী নেতৃত্বের এক মানবিক যোদ্ধা —
বিগত দিনে আমরা দেখছি খুলনা ফুড ব্যাংকিং কল্যাণ সংস্থা, সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে,,,বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমণের সময় তিনি নিজের জীনের নিরাপত্তার কথা ভুলে গিয়ে খুলনার অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাবার ও চিকিৎসার জন্য মেডিসিন নিয়ে ছুড়ে গিয়েছেন।এছাড়া ও তিনি বন্যা কবলিত মানুষের জন্য দেশের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে শত শত মানুষের জন্য খাবার পৌঁছে দিয়েছেন।

তিনি খুলনা জেলা পরিষদের ০৫নং ওয়ার্ডে সাবেক- সংরক্ষিত মহিলা সদস্যের দায়িক্ত পালন করে এখন পর্যন্ত নিজ এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন,,
একজন সত মেধাবী ও পরিশ্রমী,,খুলনা জেলা যুব মহিলা লীগের-যুগ্ম আহবায়ক, খুলনা নারীও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল২-এর সরকারী পি, পি,এ্যাডঃ-জেসমিন পারভীন জলি আপা।

মহান সৃষ্টি কর্তা এবং আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করি যে তিনি যেন আগামী ১৭অক্টোবর খুলনা জেলা পরিষদ নির্বাচনে তেরখাদা দিঘলিয়া ,রূপসা,খুলনা সদর, সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আবারোও এলাকার অসহায়, গরীব দিনমজুর সহ সর্বস্থারের মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পাই।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *