গংগাচড়ায় মোটরসাইকেল ও চার্জার ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ভর্তি।

গংগাচড়ায় মোটরসাইকেল ও চার্জার ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ভর্তি।

রংপুর প্রতিনিধি

রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়াই বাড়ির জেনেপাড়ায় তেলের পাপ্মের সামনে মোটরসাইকেল ও চার্জার ভ‍্যানের মুখোমুখি সংর্ঘষে ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়,আজ রাত ৯টা সময় বড়াই বাড়ির হাজিপাড়ার মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ সিপন মিয়া (১৬) এক কিশোর মোটরসাইকেল ড্রাইভ করছিলো অপর দিক থেকে আসা চার্জার ভ‍্যানের সাথে মুখোমুখি সংর্ঘষে মোঃ সিপন মিয়া গুরুতর আহত হন।স্থানীয় জনগণ দুজনকেই উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে অটো চার্জার চালক প্রচণ্ড পরিমাণ আঘাত পায় বলে স্থানীয়রা জানায়। স্থানীয়রা তাকেও রংপুর সরকারি হাসপাতালে ভর্তি করান বলে জানান।

এদিকে রংপুর মেডিকেল কলেজের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন শিপন মিয়ার অবস্থা গুরুত্ব এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না ৭২ ঘণ্টার মধ্যে জ্ঞান ফিরিয়ে আসে তাহলে তার জন্য ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *