গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৪ নং উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদ উপজেলা দৌলতখান জেলা ভোলা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৪ নং উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদ উপজেলা দৌলতখান জেলা ভোলা।

ভোলা থেকে রুবেল ভক্ত

তারিখঃ,২৮-০১-২০২৫ ইং

বরাবর,

উপজেলা নির্বাহী অফিসার

দৌলতখান, ভোলা।

বিষয়ঃ প্যানেল চেয়ারম্যান হিসাবে সরি প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রসঙ্গে।

জনাব, যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমরা নিম্নস্বাক্ষরকারী উত্তর জয়নগর, আমরা উত্তর জয়নগর ইউনিযন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে সংরক্ষিত সদস্য সদস্য ৪,৫,৬ জনাবা তাসলিমা বেগমকে সুপারিশ করছি। এমতাবস্থায় আমরা উত্তর জয়নগর ইউনির পরিষদের সদস্য ও সদস্য হিসাবে তার উপার প্রকার করছি।

অতএব, মহোদয়ের যকাছে আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়ে আপনার প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণে একান্ত মর্জি কামনা করছি।

বিনীত নিবেদক

১. বিবি আচমা (সংরক্ষিত ১,২,৩)

। তাছলিমা বেগম (সংরক্ষিত ৪,৫,৬

৩। দেলোয়ারা বেগম (৭,৮,৯)

। সোহরাব হোসেন ( ১নং ওয়ার্ড)

৫। সোহানুর রহমান (২নং ওয়ার্ড)

৬। সাইদুর ইসলাম (৩নং ওয়ার্ড)

৭। কাজল (৪নং ওয়ার্ড)

। ফরহাদ উদ্দিন (৫ নং ওয়ার্ড।

। বজলুর রহমান (৬ নং ওয়ার্ড (

১০। রেজাউল করিম (৭ নং ওয়ার্ড)

১১। নিজাম হাওলাদার (৮নং ওয়ার্ড)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *