গতরাত ১১ টায় ফুলপুর থানাধীন কাইচাপুর সাকিনে জনৈক হিজবুল বাহার খান বাচ্চু এর

গতরাত ১১ টায় ফুলপুর থানাধীন কাইচাপুর সাকিনে জনৈক হিজবুল বাহার খান বাচ্চু এর

“লাকী ব্রিক্স নামক ইটভাটার শ্রমিকদের থাকার অস্থায়ী ছাপড়া ঘরের সামনে হতে গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে ১/মো. মানিক মিয়া (২৮),২/মো. সোহেল মিয়া (২৬) উভয় পিতা- মো. হারুন মিয়া,স্থায়ী: গ্রাম- জগন্নাথপুর শালিয়া,৩/সিরাজ আলী পিতামৃত সদর আলী সাং বিলাসাটি ৪. মো. আল-আমীন মিয়া (২৯),পিতা-কুসুম উদ্দিন শেখ,স্থায়ী: গ্রাম- জগন্নাথপুর, সর্ব উপজলো/ থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ ৫/মো. হুমায়ুন মিয়া (২২), পিতা-শাহজাহান মিয়া,স্থায়ী: গ্রাম- আন্ধা হুগলা, উপজেলা/ থানা- পূর্বধলা, জেলা-নেত্রকোনা গণকে গ্রেফতার করে ৩০০ গ্রাম গাঁজা সহ নগদ ৬০০/- টাকা উদ্ধার করে ফুলপুর থানা পুলিশ।

উক্ত ঘটনায় ফুলপুর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। আসামীদের আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি ফুলপুর জনাব আব্দুল্লাহ্ আল মামুন নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *