গলাচিপায় ডোবা থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

গলাচিপায় ডোবা থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

নিখোঁজের দুইদিন পর পটুয়াখালীর গলাচিপায় আফসানা আক্তার মিম (১৩) নামের অষ্টম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল দশটায় উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরী ২য় খন্ড মুশুরীকাঠী সুলিজ সংলগ্ন এলাকার একটি কচুরিপানার ডোবার মধ্যে থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত মিম ওই এলাকার ২ নং ওয়ার্ডের হুমায়ুন সিকদারের মেয়ে। সে সুহরী ম্যাধমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার রাতে কাউকে কিছু না বলে মিম বাসা থেকে বের হয়ে যায়। এসময় তার মা নানা বাড়িতে ছিলো এবং তার বাবা ঘরেই ঘুমিয়ে ছিলো। পরে গত দুইদিন তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী ডোবায় তার লাশ দেখতে পায়। এছাড়া সড়কের পূর্ব পাশে তার রক্তমাখা জামাকাপড় পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার।

মৃত মিমের বাবা হুমায়ুন সিকদার বলেন, তিনি শাররীকভাবে দীর্ঘদিন অসুস্থ। মিম প্রায়ই প্রতিবেশী রানীর বাড়িতে যাওয়া আসা করতো। রোববার রাত ৯টার দিকে তিনি ও মিম ঘরে একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। পরে সকালে উঠে আর মিমকে খুঁজে পাওয়া যায়নি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এছাড়া ওই শিক্ষার্থীর মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *