উল্লাহ মাইজভাণ্ডারীর একমাত্র শাহজাদা, শাহজাদায়ে গাউছুল আজম সৈয়দ ফয়েজুল হক মাইজভাণ্ডারী তাঁকে হুকুম দিয়ে এই এখান থেকে তিনি (হজরত কেবলা) তখন কাটাখালী ঐদিকে ছিলেন। ওনাকে হুকুম দিয়ে ওনার জুব্বা মোবারক নিয়ে গাউছুল আযম গোলামুর রহমান মাইজভাণ্ডারীকে পরিয়ে দিয়েছেন। গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী তাঁর স্বীয় জবানে পাকে বলেছেন উনি ওনার চোখ দান করেছেন। এই চোখ কি এই চোখ? না। কিন্তু খলিফা বলেন নাই। গাউছুল আযম গোলামুর রহমান মাইজভাণ্ডারীকে তিনি একবারও ওনার জবানে পাকে খলিফা বলেন নাই। কারণ হজরত কেবলা চিনে বাবাভাণ্ডারী কে, বাবা ভাণ্ডারী চিনে হজরত কেবলা কে। দুয়ে মিলে একাকার হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? দুয়ে মিলে একাকার হয়ে গেছে।
কালামেঃ আওলাদে রাসুল (সাঃ) #সৈয়দমুজিবুলবশরআলহাসানীআলমাইজভান্ডারী বাবাজান কেবলা🌹🌹🌹